কোম্পানীগঞ্জ পাথর কোয়ারীতে আবারো ঝরলো প্রাণ। একের পর এক পাথর কোয়ারীতে প্রাণ হারাচ্ছেন সাধারণ শ্রমিকরা। আজ দুপুর একটায় কালাইরাট আলী হোসেন এর কোয়ালীতে পাথর উত্তোল করতে গিয়ে স্বপন নামের এক শ্রমিকের মৃুত্যু হয়। নিহত স্বপনের বাড়ি রংপুর জেলায় বলে জানিয়েছে স্থানীয়রা।
Please follow and like us: