খুলনা প্রতিনিধিঃ- খুলনা জাহাজী সংঘ এর ত্রি-বার্ষিক নির্বাচনে প্রচারে এগিয়ে শহিদ-আনোয়ার-নিজাম পরিষদ। এ পরিষদের নেতৃত্বে আছেন সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম এংব সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন মোল্লা।
সুত্রে জানাযায়, মোঃ শহিদুল ইসলাম একজন ‘সৎ-র্কমঠ ও পরশ্রিমী । তিনি সব সময় জাহাজি শ্রমিকদের পাশে ছিলেন, এবং শ্রমিকদের সুখ-দুঃখে তাদের পাশে দারিয়েছেন।তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং তিনি এখনো চান শ্রমিকরা যেন নেয্য মান পাই।
জাহাজী শ্রমিকদের সাথে কথা বলে জানাযায়, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন মোল্লা ‘সৎ ও পরশ্রিমী। তারা পূর্বে শ্রমিকদের পাশে ছিল এবং শ্রমিকরা তাদের পাশে আছে।শহিদ-আনোয়ার-নিজাম পরিষদের জয় হবেই।
নির্বাচনের বিষয়ে লুতফার এর কাছে জানতে চাইলে তিনি জানান, আশা করি শ্রমিক ভাইয়েরা শহিদ-আনোয়ার-নিজাম পরিষদে ভোট দিয়ে আমাদের “শহিদ-আনোয়ার-নিজাম পরিষদ”কে জয় যুক্ত করবে। তিনি সকল জাহাজী শ্রমিকের ভোট এবং সকলের দোয়া চেয়েছেন।তিনি আরও বলেন “আমরা আকাশ ছুয়ে নয় ,শ্রমিক ভাইদের হৃদয় ছুয়ে যেতে চাই।