মিডল্যান্ড ব্যাংক চাকশ্রী বাজার এজেন্ট শাখার সত্ত্বাধিকারী গণমাধ্যম কর্মী বিশিষ্ট সমাজ সেবক শেখ মিরানুজ্জামান মিরনের সার্বিক সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বাগেরহাট জেলা সদরের খানপুর এলাকার সেন্ট ফ্রান্সেস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মিশনারী স্কুল ও তার আশেপাশের এলাকার শতাধিক গরিব অসহায় লোকের ব্লাড গ্রুপিং করা এবং পুরুষ মহিলা ও শিশু মিলে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং ঔষধ বিতরণ করা হয়। রোগী দেখেন খুলনা আবু নাসের হসপিটাল এর এমবিবিএস চিকিৎসক মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি চিকিৎসক দল। ব্লাড গ্রুপিং এ সহায়তা করেন বাগেরহাট সদর হাসপাতালের প্যাথলজিস্ট মানিক চন্দ্র পাল ওরফে পিসি মানিক।
মেডিকেল ক্যাম্পে বিভিন্নভাবে সহায়তা করেন খুলনা রুপসার জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার খান মোহাম্মদ জুলফিকার লিটন এবং মিডল্যান্ড ব্যাংক ফয়লা বাজার শাখার সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ ফাহাদ হোসেন। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং স্থানীয়রাও এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন।
Please follow and like us: