গাইবান্ধায় বাস চাপায় এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা শহরের গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে বিসিক শিল্প নগরীর সামনে বাস চাপায় আশিস দেব নামে ওই ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নিহত হন। তিনি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতেন। নিহত আশিস তুলশীঘাটের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, স্বাস্থ্য সহকারী আশিস দেব জেলা শহরের পলাশপাড়ার বাসা থেকে মোটরসাইকেলযোগে বল্লমঝাড়ের কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি বিসিক শিল্প নগরীর সামনে পৌঁছলে ঢাকাগামি নাপু এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।