
গাজীপুরের শ্রীপুরে করোনা মোকাবেলায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ প্রচারনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি)আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুারো’র লাইফস্টাইল, হেল্থ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী করোনার মহামারীর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।
‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৪ জেলার ১২৮টি উপজেলার সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচরণামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে রোববার শ্রীপুরে সাধারণ মানুষের স্বত:স্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে কার্যক্রমটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রনয় দাস, সুপারভাইজার মো. তাহের হোসেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন শ্রেনি পেশার মানুষসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।