গাজীপুরের কালিয়াকৈর চন্দ্র এলাকা হতে ২১৮পিস ইয়াবাসহ নুরুল হক(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-০১ পোড়া বাড়ী শাখার সদস্যরা । বুধবার দুপর সাড়ে তিনটার দিকে চন্দ্রা ওয়াল্টন ১নং গেইটের বিপরীতে পাশে মক্কা মটরস এর সামনে চন্দ্রা-নবীনগর মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত নুরুল হক রংপুর জেলার কোতয়ালী থানার মিস্টার আলীর ছেলে । সে আশুলিয়া থানার বলিভদ্র এলাকার আকবর খাঁর বাড়িতে ভাড়া থেকে মাদক কেনা-বেচার কাজ করত ।
র্যাব-০১ পোড়াবাড়ী শাখার কোম্পানী কমান্ডার লেঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চন্দ্র-নবীনগর মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ২১৮পিস ইয়াবা, নগদ ১৬০০০/- টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় । তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে দেশী-বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল । তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া থানায় প্রেরণ করা হয়েছে ।