
মহান মুক্তিযুদ্ধে পলাশডাঙ্গা যুব শিবিরের ব্যাটালিয়ন কমান্ডার ও প্রধান অস্ত্ৰ প্রশিক্ষক, সিরাজগঞ্জের মহান মুক্তিযুদ্ধের এক বীর সৈনিক গাজী লুৎফর রহমান অরুণের স্মরণে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ এস. এস রোডস্থ মুক্তা পাড়া মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি অরুণ ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর সমন্বয়ক মঞ্জুরুল আলম রুবেলের সভাপত্বিতে দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ কোট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমুল কুমার দাস। সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান ফজলু প্রথম আলো বন্ধু সভার সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ সাহা সহ অরুণ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য গাজী লুৎফর রহমান অরুণ সিরাজগঞ্জ জেলায় পাক বাহিনীর সাথে সম্মুখ ও গেরিলা যুদ্ধের নেতৃত্ব প্রদান করেন। ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর এই বীর সন্তান মৃত্যুবরণ করেন তার স্মরণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।