খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়াতে অগ্নিকান্ডের ভস্মীভূত ইসমাইল মার্কেট পরির্দশন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদে সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপি।
রবিবার ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইসমাইল মার্কেট পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জানাতে জালিয়াপাড়াতে আসেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,যুগ্ন সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সম¤œক এডভোকেট আব্দুল মালেক মিন্টু,সহ অর্থ সম্পাদক জহির আহমেদ প্রমুখ।এসময় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো:সাইফুল ইসলাম সোহাগ,সাবেক সভাপতি মো:ইউছুফ,সহ সভাপতি এস এম মিলন, দিদারুল আলম বাবুল,যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ গুইমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের সমবেনা জানিয়ে বলেন,আপনাদের যে পরিমান ক্ষতি হয়েছে তা সত্যি অপুরনীয় ও অত্যান্ত দূঃখজনক।খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান,আবদুল ওয়াদুদ ভূইয়া আপনাদের পাশে আছে। মনোবল না হারিয়ে আবারো ঘুড়ে দাঁড়াতে হবে।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন নেতৃবৃন্দ।এসময় গুইমারাতে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনে জনগনের দাবীর সাথে জেলা বিএনপির পক্ষ থেকে জোড়ালো দাবী শ্রশাসনের সকাছে জানানো হবে বলে জানান নেতৃবৃন্দ।










