
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে বরিশালের গৌরনদীতে র্দীঘ দিন যাবত শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকায়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার্থীদের পড়াশুনার গতি ফিরিয়ে আনার জন্য রোববার সকালে গৌরনদীতে অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ক্লাসের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাশের উদ্ধোধন অনুষ্টান প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি এইচএম জয়নাল আবেদীন, বিশেষ অথিতি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এমডি আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মৃনাল কান্তি কবিরাজ, বিমল চন্দ্র বাড়ৈ, সাহিদা বেগম, সারমিন জাহানমুঞ্জুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রধান অথিতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন বাটন চেপে কর্মসুচির উদ্ধোধন করেন।