খোকন হাওলাদার,গৌরনদী(বরিশাল)প্রতিনি
সারা দেশে ১ ফেব্রুয়ারী এক সঙ্গে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা নকল ও সুষ্ঠু ভাবে শেষ হয়েছে বাংলা ১ম পত্র পরীক্ষা হল কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট আহসান মাহামুদ রাসেল এবং অনেক স্টুডেন্টেরর ১৫ মিনিটের জন্য খাতা নিয়ে যায়।
গৌরনদীর এসএসসি ও সমমান পরীক্ষার ৩হল কেন্দ্রে মোট-১৮০৮ জন , অনুপস্থিত-৭ জন পরীক্ষার্থী।
তিন কেন্দ্রে মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংসগ্রহন করে।
গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গৌরনদী পাইলট মাধ্যামিক বিদ্যালয়, আশোকাঠি পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ, পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়, টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের, মাহিলাড়া এ,এন মাধ্যমিক বিদ্যালয়, ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, হাজী এম,এ রশিদ মাধ্যমিক বিদ্যালয় ও বাটাজোর একে ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংসগ্রহন করেন।










