১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




গৌরনদীতে বিএনপি নেতার ঈদ পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত- ২৫

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২৫, ০২:৪৫ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে বিএনপি ও যুবদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে ৬ নারীসহ উভয় পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত ৫ নেতাকর্মীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৮ কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পিঙ্গলাকাঠি বাজারের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার (২৮) ও তার স্ত্রী ইলমা ইয়াসমিন (২৪) দাওয়াত খাওয়ার জন্য মামা আলম শিকদারের বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে টিনে লাগানো বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপনের ঈদ শুভেচ্ছা পোস্টারের একাংশ ছিঁড়ে দুষ্টমির ছলে স্ত্রী ইয়াসমিনের গাঁয়ে ছুড়ে মারেন বেল্লাল। বিষয়টি দেখে মোটরসাইকেল থামিয়ে পোস্টার ছেঁড়ার কারণ জিজ্ঞসা করেন নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল মোল্লা। এ নিয়ে সোহেল ও বেল্লালের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সোহেল উত্তেজিত হয়ে ইয়াসমিনকে মারার জন্য তেঁড়ে আসলে বেল্লাল ও সোহেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এরইজেরধরে বিকাল সাড়ে ৫টার দিকে যুবদল নেতা সোহেল মোল্লার নেতৃত্ব ১০/১২টি মোটরসাইকেল যোগে যুবদলের ২০/২৫ নেতাকর্মী লাঠিসোঁটা, রামদা, লোহার রড নিয়ে পিঙ্গলাকাঠি বাজারের কাছে বেল্লালের মামা বিএনপি কর্মী আলম শিকদারের বাড়িতে হামলা চালায়। এ সময় নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন শিকদারের নেতৃত্বে বাড়ির ও বাজারের লোকজন পাল্টাহামলা চালালে ওই বাড়ির সামনের রাস্তায় ওপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭ নারীসহ উভয় পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়। এ সময় সংঘর্ষে টিকতে না পেরে সোহেল মোল্লার সমর্থকরা ৫টি মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল ত্যাগ করলে হারুন সমর্থকরা ওই ৫টি মোটরসাইকেল ভাংচুর করে।
হামলা ও সংঘর্ষে যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থক নলচিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সুজন আকন (৪৫), যুবদল কর্মী আজিজুল সরদার (৪৮), সেলিম সরদার (৪৫), আলামিন হাওলাদার(৩৫), মনির খলিফা (৪০), টিপু সুলতান (৩২) ও বিএনপি নেতা হারুন শিকদারের সমর্থক যুবদল কর্মী শহিদুল শিকদার (৪২), আজিজুল শিকদার (১৭), সেনা সদস্য মেহেদী হাসান (২৫), তাসলিামা বেগম (৪৫), ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শুভ শিকদার (২০), যুবদল কর্মী ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার (৩২), মনজিলা বেগম (৬১), ইলমা ইয়াসমিন (২৮), জিয়াসমিন বেগম (৬১), শারমিন (৩০), শেফালী বেগম(৩০), ছাত্রদল কর্মী আজিজুল শিকদার (২২)সহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়। এরমধ্যে আশঙ্কাজনক যুবদল কর্মী আজিজুল সরদার (৪৮), সেলিম সরদার (৪৫), শহিদুল শিকদার (৪২), তাসলিামা বেগম (৪৫), আজিজুল শিকদার (১৭)কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে সোহেল মোল্লার সমর্থকদের ফেলে যাওয়া ৫টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET