
ঘাসফুল
রাহুল রাজ
ঘাসের বুকে হাসি মুখে ফোটে ঘাসফুল
কুল বিচারে পেলো না সে উচ্চ জাত কুল!
তার দিকে দৃষ্টি দিয়ে ক’জনে তাকায়
পদতলের কসাঘাতে নিজেরে বিলায়।
পদতলের কসাঘাতে নিজেরে বিলায়।
যে ভ্রমর, গোলাপ-রজনি কড়ি থেকে করে ফুল
সেই একী ভ্রমর একী ভাবে ফোঁটায় ঘাসফুল।
গোলাপ-রজনিরে জাতের টানে সকলে কুড়ায়
ঘাসফুল সে যত হাসুক, সকলে তা মাড়ায়।
ঘাসফুল সে যত হাসুক, সকলে তা মাড়ায়।
Please follow and like us: