২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চাকরির নামে ৭ লক্ষ টাকা প্রতারণা, আরডিএ কর্মচারীর বিরুদ্ধে মানববন্ধন




চাকরির নামে ৭ লক্ষ টাকা প্রতারণা, আরডিএ কর্মচারীর বিরুদ্ধে মানববন্ধন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২২, ২১:৫১ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) এর এক কর্মচারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ডের হাজরা পুকুর ডাবতলা নিউ কলোনি এলাকার মোঃ আতাউর রহমান খন্দকারের ছেলে ফয়সাল খন্দকার আরডিএ’র অফিস সহায়ক ও নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া মদিনানগর চন্দ্রিমা এলাকার রুস্তম আলীর ছেলে মিলন হোসেনের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন।
প্রায় ২ বছর আগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে কম্পিউটার অপারেটর পদে চাকুরী দেবার প্রলোভন দেখিয়ে প্রথমবার ৬ লক্ষ টাকা ও দ্বিতীয়বার ১ লক্ষ টাকাসহ সর্বমোট ৭ লক্ষ টাকা নগদ গ্রহণ করে এবং সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দেয়ার নামে গ্রহণ করে। এর পর মিলন তার অগ্রণী ব্যাংক লিমিটেড আরডিএ ভবন শাখার দু’টি চেক দেন ফয়সালকে। কিন্তু আজ অবদি মিলন চাকরি দিচ্ছে না এবং নগদ অর্থও ফেরত দিচ্ছে না।
মানববন্ধনে প্রতারণার শিকার ফয়সাল বলেন, আমি ফোন দিলে সে নানা অজুহাতে ও ছলচাতুরী করে আমাকে এড়িয়ে যায় এবং বিভিন্নভাবে আমাকে হেনস্থা করে। ইতিমধ্যে এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যনসহ অন্যান্য কর্মকর্তারা অবগত রয়েছেন। এ অবস্থায় মিলনকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর সহযোগিতায় আজ সকাল ১১টার দিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ফয়সাল আরও বলেন, আমার একমাত্র জমিটি বিক্রি করে আমি মিলন হোসেনকে টাকাগুলো প্রদান করি। এর জন্য আমাকে ব্যাপক ক্ষতিগ্রস্থ হতে হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET