রাতের আধাঁরে নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায় দরিদ্র চালক মমিনের সিএনজি অটোরিকশাটি। সংসার চালানোর একমাত্র অবলম্বন হারিয়ে ভেঙ্গে পড়া মমিনের আর্তনাদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা চুরি হয়ে যাওয়া সেই চালক মমিনকে সিএনজি অটোরিকশা উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি। একই সময় জীর্ণ ঘর পূর্ণনির্মাণের জন্য ১১ অসহায় পরিবারকে দেয়া হয়েছে ৫৭ বান টিন।
শনিবার (১১অক্টোবর) বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে আয়োজন করা হয় সিএনজি অটোরিকশা ও টিন হস্তান্তর অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি বাংলাদেশের পরিচালক জামাল হোসেম শামীম।
মানবাদিকার কর্মী ও সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ, কুলাসার পুরাতন জামে মসজিদের সভাপতি মাওলানা খুরশিদ আলম পাটোয়ারী , মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি পরিচালক জাহাঙ্গীর আলম , কুলাসার গ্রামের সামছুল হক, আবদুল হক কোম্পানি, মাওলানা আবুল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ উল্লা খোকন, আবু ছায়েদ পাটোয়ারী, লোকমান হোসেন।
সিএনজি অটোরিকশা উপহার পেয়ে ড্রাইভার মমিন অনুভূতি জানাতে গিয়ে বলেন, সিএনজি চুরি হওয়ার পর আমি অসহায় হয়ে গিয়েছিলাম। আমি কেমন করে চলবো, কেমন করে সংসার চালাবো। এখন আমার পরিবার চালাতো পারবো, আমার রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি।
Please follow and like us:










