
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারের নজির আহম্মেদ শপিং সেন্টার ২য় তলায় চৌমুহনী ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসা শুভ উদ্বোধন করা হয়েছে । শুভ উদ্বোধন করেন ম্যাক্স কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আ’লীগের সদস্য নজির আহম্মেদ। এ উপলক্ষে শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে চৌমুহনী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসনের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার মাজহারুল ইসলাম রাকিবের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কাজী শহিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আলম, সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের, চৌমুহনী বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আহসান উল্লাহ, শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বৃন্দ।