
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা দিক-নির্দেশনায় উপজেলার জগন্নাথদীঘি ও উজিরপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল নেতা বেলাল হোসেন মাছুম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান। বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ফাইজুল ইসলাম অনিক চৌধুরী। এ উপলক্ষ্যে (১০ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে জগন্নাথদীঘি ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথদীঘি ইউনিয়ন ছাত্রদল নেতা আবির আবদুল্লাহ চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল নেতা মোঃ ফরিদ খান, কাজী সানজিদ হাসান শাকিল, শফিউল ইসলাম বিপু, জগন্নাথদীঘি ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাশেদ, মাহিদুল ইসলাম তুরাগ।
জগন্নাথদীঘি ইউনিয়ন ছাত্রদল নেতা মোবারক হোসেন রিফাতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ দিকে গত ১১ আগস্ট শুক্রবার বিকেলে উজিরপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল নেতা বেলাল হোসেন মাছুম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান। বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ফাইজুল ইসলাম অনিক চৌধুরী। উজিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আবির আবদুল্লাহ চৌধুরী, মারুফ সুজন, আবদুল খালেক পরশ, মোঃ মাছুম মিয়া, মোঃ কাজী নিলয়, উজিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী আলম রিয়াদ, নাজমুল হাসান ফরহাদ। উজিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রনি মজুমদার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।