
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন পল্লী চিকিৎসক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রয়েল হোস্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ দিলু। পল্লী চিকিৎষক আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের পল্লী চিকিৎষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বস্মতিক্রমে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন; সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সহ-সভাপতি রমিন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কাজী ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক কাউসার হাবিব, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ হানিফ, ধর্মবিষয়ক সম্পাদক জিয়াউল হক মামুন, সদস্য পাপন চন্দ্র পাল, দেলোয়ার হোসেন। উপদেষ্টা সুকুমার চন্দ্র পাল, ইউসুফ মজুমদার, জামশেদ ভুঁইয়া, শামীম চৌধুরী, আবুল হাশেম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সব শ্রেণীর মানুষকে আন্তরিকভাবে প্রাথমিক সেবা দেয় পল্লী চিকিৎসক। যুগ যুগ ধরে পল্লী চিকিৎসকরা এভাবে সমাজে ভুমিকা রাখছে। এক কথায়- পল্লী চিকিৎসকরা সব শ্রেণীর মানুষের প্রাথমিক সেবার প্রাণ।