বৈষম্য বিরোধী ছাত্র গণঅভ্যুথ্যানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের কারাগার থেকে মুক্তি পাওয়ায় গণসংবর্ধনা দিবে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। আগামী ১০ আগস্ট শনিবার বিকেল ৩টায় চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের যৌথ প্রস্তুতি সভা স্থানীয় জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিককল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলা সভাপতি মু. খায়রুল ইসলাম, উপজেলা, জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, ইয়াছিন মজুমদার, পৌর জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল, উপজেলা শিবির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ। সভায় গণসংবর্ধনা বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।