২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • চৌদ্দগ্রামে কুয়াশাচ্ছন্ন মহাসড়কে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে আহত ৪




চৌদ্দগ্রামে কুয়াশাচ্ছন্ন মহাসড়কে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে আহত ৪

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৫, ১৯:১২ | 640 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে কুয়াচ্ছন্ন মহাসড়কে যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের ঘুমন্ত ২৮ যাত্রী। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানা উপ-পরিদর্শক মাহবুব হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে জগন্নাথদীঘির দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ণ করে ড্রাম ট্রাক(ফেনী-ড-১১-০৯২৪) ফেনীর দিকে ফিরছিল। কুয়াচ্ছন্ন আবহাওয়ায় মুহুর্তের মধ্যে চট্টগ্রামমুখী যাত্রীবাহী স্লিপার বাস সেন্টমার্টিন এক্সপ্রেস(ঢাকামেট্রো-ব-১২-২৭৪৫) ড্রাম ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ও ড্রাম ট্রাকের চালক আবদুল আমান, সহকারী শহীদুল ইসলাম আহত আহন। বাসের আহত দুই যাত্রীর নাম জানা যায়নি। স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে স্লিপার বাসের গ্লাস ভেঙে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে।
দুর্ঘটনায় ড্রাম ট্রাকের আহত সহকারী শহীদুল ইসলাম বলেন, ব্রিকস্ ফিল্ডে মাটির কাজ শেষে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে মহাসড়কের একপাশ থেকে অপর পাশে যাওয়ার সময় যাত্রীবাস ধাক্কা দেয়। এতে ড্রাম ট্রাক ও বাস দুইটিই ক্ষতিগ্রস্ত হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET