চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে গাছ কাটায় বাধা দেয়া ও গালমন্দ করতে নিষেধ করায় প্রতিপক্ষের
হামলায় আমিনুল ইসলাম নামের এক প্রবাসী আহত হয়েছেন। তিনি উপজেলার
কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ছানু মিয়ার মেম্বারের পুত্র।
উল্টো প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও গতকাল বুধবার বিকেলে তিনি সাংবাদিকদের
নিকট অভিযোগ করেন। এরআগে প্রতিপক্ষের চারজনের বিরুদ্ধে থানায় একটি
অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় অভিযোগে জানা গেছে, প্রবাসী আমিনুল ইসলামের পরিবারের সাথে গাছ-
গাছালি নিয়ে পাশ্ববর্তী বাড়ির মৃত আবদুল খালেকের পুত্র আবদুল কাদের ও আবদুল
হালিমের পূর্ব বিরোধ চলে আসছিল। গত শনিবার আমিনুল ইসলামের মালিকানাধীন
গাছের বাগান থেকে আবদুল কাদের গং গাছ কেটে নিলে আমিনুলের মা মনিরুন
নেছা তাদেরক বাধা দেয়। এসময় আবদুল কাদের গং মনিরুন নেছাকে গালমন্দ করে।
বিষয়টি স্থানীয়দের জানালে তারা আবদুল কাদের গংকে মনিরুন নেছার নিকট ক্ষমা
চাইতে বলে। এতে ক্ষীপ্ত হয়ে পরদিন রোববার সকালে তারা আমিনুলকেও গালমন্দ করে। গালমন্দ
করতে নিষেধ করায় আমিনুলের বাগানে আবদুল কাদের ও আবদুল হালিমের নেতৃত্বে
চারজন তাকে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর করে। আমিনুলের চিৎকারে আশ-পাশের লোকজন
ছুটে এসে তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।
এ ব্যাপারে গতকাল বুধবার বিকেলে বক্তব্য জানতে আবদুল হালিমের মোবাইলে একাধিকবার
কল করলেও রিসিভ হয়নি।