১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে জায়গা নিয়ে বিরোধে রংমিস্ত্রীকে হত্যা, দুই নারী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৫, ২২:১৩ | 692 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে মোঃ ইলিয়াছ প্রকাশ আবু(৫৮) নামে এক রংমিস্ত্রীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামে মরহুম শফিকুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয়রা অভিযোগ করে জানায়, দীর্ঘদিন ধরে বেরলা গ্রামের মুন্সি বাড়ির ইলিয়াছের সাথে জায়গা নিয়ে পাশ^বর্তী খোদেজা বেগম ও রাজিয়া বেগম গংয়ের বিরোধ চলছিল। ইতোপূর্বে খোদেজা বেগম গংয়ের লোকজন বেশ কয়েকবার ইলিয়াছের উপর হামলা চালায়। সর্বশেষ বৃহস্পতিবার সকালেও তারা ইলিয়াছকে দেখে নেয়ার হুমকি দেয়। রাত ৯টার দিকে খোদেজা গংয়ের ভাড়াটিয়া সন্ত্রাসী সৈকত ও রুবেলসহ কয়েকজন চকলেট বাজি ফুটাতে থাকে। এ সময় ইলিয়াছ ভাতিজা মোশারফের ঘরে ছিলেন। আওয়াজ শুনে ঘর থেকে বের হলে ইলিয়াছের উপর চকলেট বাজি নিক্ষেপ করতে থাকে সন্ত্রাসীরা। এক পর্যায়ে ইলিয়াছের মুখে নাকের কাছে চকলেট বাজি পড়ে আঘাতপ্রাপ্ত হয়। আশেপাশের লোকজন আহত অবস্থায় ইলিয়াছকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই খোদেজা বেগম ও রাজিয়া বেগমকে আটক করে পুলিশ।
ইলিয়াছের ভাতিজি রাশেদা আখতার বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা টার্গেট করেই চাচা ইলিয়াছকে হত্যা করেছে। আমি আটককৃত খোদেজা বেগম ও রাজিয়া বেগমের ফাঁসি দাবি করছি। এছাড়া সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের দাবি জানাচ্ছি।
শুক্রবার দুপুরে ইলিয়াছের শ^াশুড়ি রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, জামাতা ইলিয়াছ খুবই নিরীহ। জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে পাশের লোকজন তার উপর হামলা করছে। এবারতো মেরেই ফেললো। আমি জামাতা ইলিয়াছ হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।
নাম প্রকাশ না শর্তে অনেকে অভিযোগ করেন, সন্ত্রাসী সৈকত সাবেক জেলা পরিষদ সদস্য ভিপি ফারুকের ফুফাতো ভাই। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গত সরকারের সময়ে ভিপি ফারুকের দোহাই দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। এখনও এলাকার কিছু কুচক্রী মহল তাকে ভাড়ায় ব্যবহার করছে। শিগগিরই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে সচেতন মহল।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ইলিয়াছের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করেছে। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET