১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে যুবতীদের গালমন্দে নিষেধ করায় হামলায় আহত ১, আটক ৩

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০১৮, ২২:২২ | 1067 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে ওরস চলাকালিন সময়ে যুবতী মেয়েদের গালমন্দ করতে নিষেধ করায় এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে চটপটি ও হালিম বিক্রেতারা। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত একই গ্রামের মাহাবুবুল হকের পুত্র এরশাদ মিয়া, সুমন ও আনোয়ারকে আটক শেষে গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই শামীম সরকার। জানা গেছে, বাহেরগড়া গ্রামের উত্তর পাড়ায় শুক্রবার রাতে একই গ্রামের আটককৃত তিন যুবক চটপটি ও হালিম বিক্রয় করছিল। তাদের হালিমের মধ্যে ভেজাল থাকায় অনেকে বলতে থাকেন- তাদের হালিমের মধ্যে শুধু ভাত পাওয়া যাচ্ছে। এতে ক্ষীপ্ত হয়ে তারা ক্রেতাদেরকে অকথ্য ভাষায় গলামন্দ করে। ক্রেতাদের মধ্যে কয়েকজন যুবতী মেয়ে থাকায় তারা অপমান ও লজ্ঞাবোধ করে। তখন উপস্থিত একই গ্রামের আবুল কাশেমের পুত্র মহিন উদ্দিন বিক্রেতাদেরকে গালমন্দ করতে নিষেধ করে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাত সোয়া নয়টায় তারা মহিন উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে চুরি ও লাটিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় তারা মহিন উদ্দিনের ব্যবহৃত মোবাইল সেট ও একটি স্বর্ণের চেইন লুটে নিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে চট্টপটি ও হালিম বিক্রেতারা চলে যায়। পরে তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মহিন উদ্দিনের ভাই কামরুল হাসান বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। পুলিশ তিন আসামীকে আটক শেষে গতকাল রোববার আদালতে পাঠিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET