১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে রাতের আঁধারে ফসলি জমির মাটি উধাও, থানায় অভিযোগ




চৌদ্দগ্রামে রাতের আঁধারে ফসলি জমির মাটি উধাও, থানায় অভিযোগ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৪, ০০:৪৪ | 664 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আঁধারে ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে শুভপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে ব্যবসায়ী আলমগীর হোসেন উল্লেখ করেন, চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের নোয়াপাড়া মৌজায় গত বছরের ২৩ অক্টোবর ২৭২২নং দলিল রেজিঃ ক্ষমতা মূলে বিএস ৫৭৪ দাগে ৪৮ শতক নাল-জমিন ভোগদখলে রয়েছেন। মঙ্গলবার রাতের আঁধারে অজ্ঞাতনামা কে বা কারা শত্রুতা পোষন করে ওই নাল-জমিনের পূর্ব অংশে ২টি মাটিকাটা ভেকু দিয়ে আনুমানিক ১২-১৪ শতক ভূমির ৩.৫ ফুট গভীর গর্ত করে ও ১০-১২টি ড্রাম ট্রাক দিয়ে সারারাত ধরে মাটি নিয়ে যায়। আনুমানিক মাটির মূল্য ৬-৭ লক্ষাধিক টাকা হবে। বুধবার সকালে আলমগীর হোসেন লোকমারফতে জানতে পেরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান। তিনি আশপাশের লোকজনকে জমিন থেকে মাটি কাটার বিষয়ে জিজ্ঞেস করিলে কেউ অজ্ঞাত বিবাদীদের ভয়ে নাম প্রকাশ করেনি। তবে পৌর এলাকার কালির বাজার পাঁচরা রোডে একটি জায়গা আলমগীর হোসেনের জমিনের মাটি দিয়ে মঙ্গলবার রাতে ভরাট করে। ওই এলাকায় থাকা সিসি টিভি ফুটেজের মাধ্যম ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকিয়া সারওয়ার লিমা বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে ও ইউএনও’র পরামর্শে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। আলমগীর হোসেনের অভিযোগের বিষয়ে খোঁজ নেয়ার পর বিস্তারিত বলা যাবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET