কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্নস্থানে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদের বিক্ষোভ মিছিল করেছে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ও উত্তর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি কাশিনগর গরু বাজার মাঠ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহবায়ক দলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক রাসেল মাহমুদ মজুমদার টিটু, দক্ষিণ সদস্য সচিব সোলেমান কবির, উত্তর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেনসহ কাশিনগর দক্ষিন ও উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, মৎস্যজীবি, শ্রমিকদল ও প্রবাসী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।