কুমিল্লার চৌদ্দগ্রামে গরীব ও অসহায় শতাধিক পরিবারের মাঝে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। এ উপলক্ষে সোমবার সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ সদাই মেগা শপে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোহন, মনির হোসেন খোকন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন, পরিচালক মোশাররফ হোসেন মুন্সী, আবুল কালাম আজাদ রাসেল, মোঃ ডলিম, কাজী মানিক, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, ফরখরুদ্দীন ইমন, পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নুর মোহাম্মদ সুমন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মোঃ হাসান, মোঃ এয়াছিন, আরিফ হোসেন, এনায়েত উল্লাহ মাসুম, সাব্বির হোসেন, রুবেল রানা, হোসাইন মামুন, সাংবাদিক মিজানুর রহমান মিনু প্রমুখ।
উল্লেখ্য, স্বপ্নপূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার পর থেকে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে। বিশেষ করে প্রবাসী ও দেশে থাকা ব্যক্তিদের দেয়া অনুদান সঠিকভাবে গরীব ও অসহায় মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে।