২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ৩ মিনিটেই শেষ স্বর্ণ দোকানে ডাকাতির মিশন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২৫, ১৯:৪৩ | 631 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার প্রীতি জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে মাত্র তিন মিনিটের মধ্যে ডাকাতির মিশন শেষ করে সংঘবদ্ধ চক্র। স্বর্ণালঙ্কার লুট শেষে নিরাপদে চলে যাওয়ার জন্য মাইক্রোবাসে ব্যবহৃত হয় ভুয়া নাম্বার প্লেট। রোববার এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। তিনি জানান, শনিবার রাত আটটার কিছুক্ষণ আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মিয়াবাজার মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্স স্বর্ণের দোকানে ৯জন সশস্ত্র ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির ঘটনা সংঘটিত করে। এশার নামাজের জামাত চলাকালীন মার্কেটের অধিকাংশ দোকানদার নামাজে থাকার সুযোগে ডাকাত দল পর্যায়ক্রমে স্বর্ণের দোকানে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে অনুমান ২-৩ মিনিটের মধ্যে ডাকাতির ঘটনা সম্পন্ন করে স্থান ত্যাগ করে। ডাকাতরা দুটি মাইক্রোযোগে এসে পর্যায়ক্রমে মার্কেটের দুটি প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে। এ সময় ডাকাতদল দোকানের ভিতরে থাকা পলাশ চন্দ্র দত্তকে পিস্তল ঠেকিয়ে ডাকাতি শেষে মার্কেটের পিছনের দক্ষিণ গেট দিয়ে বের হয়ে গুলি ও ককটেলের বিস্ফোরন ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।

ডাকাতরা মার্কেট থেকে বের হওয়াকালীন বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন নামের অপর একজন দোকানদার ডাকাতির বিষয়টি বুঝতে পেরে গেইট বন্ধ করতে গেলে ডাকাতরা তাকে গুলি করে গুরুতর জখম করে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের সক্রিয় সদস্য ঢাকার উত্তর খান থানার চানপাড়া গ্রামের কাওছার আহমেদকে আটক করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস(ঢাকা মেট্রো-চ-১৩-২৯০২) মহাসড়কের উপর ফেলে গেলে তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মাইক্রোবাসের ভিতর প্রীতি জুয়েলার্স হতে লুন্ঠিত একটি স্বর্ণের মোটা চেইন, একটি চিকন চেইন, দুইটি কানের দুল, দুইটি হাতের বালা, পাঁচটি তিলক, পাঁচটি নাক ফুল, কয়েকটি জুয়েলারী খালী বক্স এবং ডাকাতদের ব্যবহৃত দুইটি চাপাতি, চার রাউন্ড গুলিসহ একটি পিস্তলের ম্যাগজিন এবং ‘ভূঁয়া দুইটি গাড়ীর নাম্বার প্লেট’ উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মোঃ খাইরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটককৃত ডাকাত দলের সদস্যকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রীত জুয়েলার্সের প্রোপাইটর রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্তকে দোকানে পিস্তল ঠেকিয়ে সংঘবদ্ধ ডাকাতদল স্বর্ণালঙ্কার নিয়ে যায়। একজন ডাকাতকে জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। পুরো দোকানের হিসেবে অনুযায়ী ২৫ ভরি ১০ আনা স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ডাকাতদল। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ডাকাতির ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত ডাকাতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET