
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের বর্ধিত সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মাঈনুল আহসান মাসুদ। প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান। বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, সদস্য সচিব সচিব বদিউল আলম নোমান খাঁ, যুগ্ম আহবায়ক ইয়াছিন সবুজ, সাইফুল ইসলাম স্বপন, আবদুল কাদের। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শামীম নয়নের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য খোরশেদ আলম, পৌর মৎসজীবি দলের আহবায়ক মাসুদ রানা সুজন, পৌর বিএনপির সদস্য মোঃ সেলিম, আবুল খায়েরসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।