কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহবায়ক, দৈনিক নয়াদিগন্তের চৌদ্দগ্রাম সংবাদদাতা ও সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম ফরায়েজীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর সাপ্তাহিক চৌদ্দগ্রাম কার্যালয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। সাপ্তাহিক চৌদ্দগ্রামের চীফ রিপোর্টার জহিরুল হাসানের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মোঃ আহসান উল্লাহ’র সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল মান্নান, আবু বকর সুজন, মোঃ এমদাদ উল্যাহ, বেলাল হোসাইন, ফরিদ আহমেদ ভুঁইয়া, এম এ আলম, মু. ফখরুদ্দিন ইমন, কামাল হোসেন নয়ন, মোঃ হোসাইন মামুন, শাহীন আলম, আনিসুর রহমান, মাঈন উদ্দিন মাসুদ, খোরশেদ আলম, মোঃ ইউনুছ, হোসাইন ইবনে কবির, যুব নেতা জোনায়েদ আহমেদ বুলবুল, জাকির হোসেন প্রমুখ।