
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ চ্যানেল আই টেলিভিশনের ২২ বছর পদার্পণ উপলক্ষে গাইবান্ধা আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে মাসব্যাপী জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে। এছাড়া জেলায় দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালী বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
চ্যানেল আই দর্শক ফোরাম জেলা সভাপতি এম.এ সালামের সভাপতিত্বে এবং সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অতিথি ও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, সহকারি সম্পাদক শাহাবুল শাহীন তোতা, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মহন-, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান প্রধান টুকু, গোবিন্দগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সেক্রেটারী শিখা দত্ত, চ্যানেল আই জেলা প্রতিনিধি ফারুক হোসেন ও আদর্শ কৃষক আমির আলী প্রমুখ।