এবার এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬১ জন মেধাবী শিক্ষার্থীকে ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অন্যন্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী ওয়াসিফ নুর মজুমদার রাফিকে সংবর্ধিত করেছে ছাগলনাইয়া সোসাইটি ঢাকা। রাফি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। সে ছাগলনাইয়া পৌরসভার হিছাছরা গ্রামের কৃতি সন্তান বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কফিল উদ্দিন মজুমদারের পুত্র। সম্প্রতি রাজধানী ঢাকায় ওয়াসিফ নুর মজুমদার রাফিকে ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র সংবর্ধনা প্রদানকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কফিল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র সহ-সভাপতি মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সাধারণ সম্পাদক, সম্পাদক আবদুল খালেক খোকন, কোষাধ্যক্ষ মোঃ আবদুল মোতালেব পাটোয়ারী, কার্যকরি সদস্য মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
Please follow and like us: