
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশসানের আয়োজনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে “ডিজিটাল বাংলাদেশ/ সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেট শেয়ার পরে” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা বন কর্মকর্তা আনোয়ার হোসেন, ফায়ারসার্ভিস স্টেশন অফিসার রাকিবুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ রফিক উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ শেখ কামাল ও শিক্ষার্থীদের মাঝে বক্তব্য প্রদান করে ইসমত দোহা অর্ক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করবেন। প্রধান মন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা ২০২১ সালের আগেই ডিজিটাল বাংলাদেশে উপনীত হয়েছি। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ হওয়াতে আজ তথ্য সেবায় বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে আছে। সভাপতির বক্তব্যে ইউএনও সাজিয়া তাহের বলেন, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এত দ্রুত এগিয়ে যাবে তা চিন্তায় ছিলোনা। স্বপ্ন এখন সত্যি হয়েছে। বাংলাদেশ একটি ডিজিটাল দেশে রুপান্তরিত হয়েছে। তিনি বলেন, ইন্টারনেটের ভালো দিক গুলো গ্রহণ করে খারাপ গুলো ত্যাগ করতে হবে।