নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া রয়েল একাডেমী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ৯ টায় জাতীয় সংগীত পাঠান্তে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রয়েল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর আহবায়ক কফিল উদ্দিন সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা। সিনিয়র শিক্ষক সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রয়েল একাডেমীর সভাপতি হাফেজ আহাম্মদ, ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা, দৈনিক সমকাল ছাগলনাইয়া প্রতিনিধি নুর মোহাম্মদ জাকের হায়দার সুমন, রয়েল একাডেমীর সহ-সভাপতি লোকমান হোসেন, তপন লাল দাস, বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও সমাজ সেবক ব্যাংক কর্মকর্তা সহিদ উল্যাহ মজুমদার, সাবেক ইউপি মেম্বার এরশাদ উল্যাহ, মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য আবদুল কুদ্দুছ বেতু হাবিলদার প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচলানা পর্ষদের সম্পাদক গিয়াস উদ্দিন আজাদ সরকার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল হক ভুইয়া। এসময় বিদ্যালয়ের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।