বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা ও আনন্দ মিছিল করেছে রামপাল উপজেলা ছাত্রদল। বুধবার (১জানুয়ারি) বেলা ১১ টায় রামপাল উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মোল্লা তরিকুল ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
এর আগে রামপাল উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত ছাত্রদল নেতা কর্মীদের অংশগ্রহণে রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামপাল বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। এরপর সকল নেতাকর্মীবৃন্দ আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ওজিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায় জিয়াউল হক জিয়া, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর হোসেন বাচ্চু, ছাত্রনেতা ইব্রাহিম শেখ, মইনুদ্দিন, আরিফ হাসান গাজনবী, মোফাজ্জল হোসেন শেখ বাদল, ইমরান হাওলাদার তুহিন, পল্লব হোসাইন রাজু, হামিম রায়হান অপু, মোহাম্মদ আলী, সবুজ শেখ, বাকীবিল্লাহ, ইয়াসিন আরাফাত, ইমরান শেখ, কাদের ফারাজি, রাকিব,শাওন, কোহিনুর হাওলাদার, বেলায়েত হোসেন সাবু, কলেজ ছাত্রদল নেতা রফিকুল, ইসলাম, পিয়াস, বাদল প্রমূখ।
Please follow and like us: