২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • জুমবাংলার স্বেচ্ছাসেবক কর্মশালা অনুষ্ঠিত




জুমবাংলার স্বেচ্ছাসেবক কর্মশালা অনুষ্ঠিত

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২১, ২১:৩০ | 933 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনটির সেগুনবাগিচা কেন্দ্রীয় অফিসে একটি প্রস্তুতি সভামূলক স্বেচ্ছাসেবক কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩টায় প্রায় ৪০জন স্বেচ্ছাসেবক এতে অংশগ্রহণ করে। এসময় আসন্ন ১৪ই ফেব্রুয়ারি “সবার জন্য ভালোবাসা” ইভেন্ট সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মো. মনিরুজ্জামান বলেন, স্বেচ্ছাসেবকরা অবশ্যই ভাল কাজ করছে তবে নিজেদের ক্যারিয়ার ও ভবিষ্যতের বিষয়টিও মাথায় রাখতে হবে। সেবামূলক কাজ কখনোই খণ্ডকালীন নয়, এটা সারা জীবনের জন্য।

আয়োজনের এক পর্যায়ে সকল স্বেচ্ছাসেবকদের জন্য উন্মুক্ত প্রশ্ন-উত্তরের ব্যবস্থা রাখা হয়। কর্মশালার শেষে অতিথিবৃন্দ ও সকল স্বেচ্ছাসেবকরা দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন সেলিম, প্রতিষ্ঠাতা এসটি শাহীন প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, প্রধান সমন্বয়ক মো. রাজিব সরকার, সমন্বয়ক মিজানুর রহমান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET