বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম আদালত থেকে জামিন লাভ করেছেন। বুধবার ১৮ই সেপ্টেম্বর সকালে জামিনের প্রার্থনা করলে উভয়পক্ষের কৌশলীর বক্তব্য শুনানি শেষে দায়রা ও জেলা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। দুই দিন আগে লন্ডন থেকে এসেই আজ তিনি এই জামিনের প্রার্থনা করেন।
এর আগে ২০২৩ সালের ২৫ শে ফেব্রুয়ারি তিনি পরিবার নিয়ে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। ওইদিনই বোমা হামলা ও নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় পুলিশ একটি মামলা দায়ের করে। মামলায় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এবং সাবেক সভাপতি এম এ সালাম সহ বিএনপি’র ৬১ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
ফকির তারিকুল ইসলামের জামিনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের সিনিয়র এডভোকেট আলমগীর হোসেন মুকুল, অ্যাডভোকেট শিকদার ইমরান হোসেন সহ ১৫-১৬ জন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মোহাম্মদ আলী বাদশা।
Please follow and like us: