মাজেদুর রহমান গড়েয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় হাজী কল্যান সমিতির আয়োজনে ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে নতুন গড়েয়া হাট কেন্দ্রীয় মসজিদে প্রতি বছরের ন্যায় এবারো নতুন হাজীদের ১২ তম পূর্ণমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওয়াহেদ আলী খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আক্তারুল ইসলাম (আক্তার), গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম (রেদ) শাহ, গড়েয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান, আলহাজ্ব ইলিয়াস হোসেন মাষ্টার (প্রঃশিক্ষক),আলহাজ্ব মজিবর রহমান (মাস্টার) অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এছাড়াও গড়েয়ার সকল হাজী সাহেব গণ সহ ঠাকুরগাঁও, বীরগঞ্জ ও দেবীগঞ্জ উপজেলার হাজী সাহেব গন পূর্ণমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাজী কল্যান সমিতিতে আলহাজ্ব ওয়াহেদ আলী খাঁন বিশ হাজার টাকা,আক্তারুল ইসলাম (আক্তার) দশ হাজার টাকা দান করেন এবং জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন হাজী কল্যান সমিতির একটি ঘর নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন ।