
খুলনার ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ডুমুরিয়া উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় রুদাঘরা ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন ও ডুমুরিয়া ইউনিয়ন ফুটবল দল রানার্স আপ হয়েছে। বুধবার বিকালে ডুমুরিয়া মহাবিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারে ডুমুরিয়া ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে রুদাঘরা ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বায়েজিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা কবির হোসেন প্রমুখ।
Please follow and like us: