
খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে মোটর সাইকেল চালক। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহা কালভার্ট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ এস এম শরিফুল ইসলাম জানায়, চুকনগর এলাকা থেকে ছেড়ে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল ও একই এলাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক খুলনা সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহা কালভার্ট নামক স্থানে পৌছুলে দ্রুতগতি সম্পন্ন ট্রাক মোটর সাইকেলটিকে পিছন দিক থেকে স্বজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও যাত্রী মহাসড়কের উপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই মোটরসাইকেল যাত্রী সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে খলিলুর রহমান সরদার(৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহত অবস্থায় মোটরসাইকেল চালক সাতক্ষীরা সদরের ঘোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলামকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হামিদ উদ্দীন জানায়, ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us: