বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) চাষাবাদের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের (সাতক্ষীরা) বাস্তবায়নে ও পার্টনার প্রকল্পের অর্থায়নে খর্ণিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ প্রদান করেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং প্রধান ব্রি সাতক্ষীরার ড. বিশ্বজিৎ কর্মকার, উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমীন, ব্রি-সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা তমাল পাত্র শুভ, তাহমিনা আক্তার, মোঃ লিয়াকত হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ ইকবল হোসেন, শেখ মঞ্জুর রহমান প্রমুখ।
Please follow and like us: