খুলনার ডুমুরিয়ায় শত বছরের ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গত ০৮/১০/২৫ ইং তারিখ ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের মুজারঘুটা গ্রামের নিরোধ হালদারের ছেলে অজয় হালদার উল্লেখ করেন, ফুলতলা উপজেলার দামোদর গ্রামের শেখ আব্দুল আলী, সালেহা বেগম, ইনামুল কবির, ইকবাল কবির, মোঃ হুমায়ুন কবির, মোঃ ইকরামুল কবির, ফৌজিয়া সুলতানা, রাজিয়া সুলতানা সহ আরও ২২জন বিবাদীদের নিকট হতে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন দলিল মূলে তাদের নামীয় জমি খরিদ করে ভোগ দখলে আছি। কিন্তু পরবর্তীতে বিবাদী পক্ষ আমাদের ক্রয়কৃত জমি ওয়ারেশ সূত্রে তাদের নিজ নিজ নামে নামজারী করায়। বিষয়টি আমরা অবগত হয়ে বিবাদীদের বিরুদ্ধে ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর ১৫০ ধারা মোতাবেক ৪৩১/২৫-২৬ নং মামলা দায়ের করি। এমতাবস্থায় গত ইং ০৭/১০/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০ টার সময় উল্লেখিত বিবাদীগণ আমাদের স্ব স্ব ভোগ দখলীয় জমিতে এসে সাইনবোর্ড টাঙানোসহ জমি ছেড়ে দেওয়ার জন্য খুন জখমসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। এমনকি আমাদের জমিতে থাকা মৎস্য ঘেরের মাছ জোরপূর্বক মেরে নেওয়ার হুমকি দেয়। এব্যাপারে শেখ আব্দুল আলীর মোবাইল নম্বরে ফোন দিয়ে সাংবাদিক পরিচয় দেওয়া মাত্রই ফোনটি কেটে দেয়। পরে আর ফোন রিসিভ করেনি।
Please follow and like us:










