১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • ডুমুরিয়ায় সমিতির নামে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও পরিচালক বাবলু খান




ডুমুরিয়ায় সমিতির নামে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও পরিচালক বাবলু খান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২৫, ০২:৪৯ | 643 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ার খর্ণিয়ায় সুপ্রভাত নামীয় একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। গত সোমবার নিজ কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে চম্পট দিয়েছে বাবলু খান নামের ওই পরিচালক। এ ঘটনায় পাগলের মত বিভিন্ন দপ্তরে ছুটাছুটি শুরু করেছে ভুক্তভোগী শতাধিক গ্রাহক। কেউ কেউ থানা ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দায়েরকৃত অভিযোগ ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার খর্ণিয়া রানাই এলাকার হাশেম খানের ছেলে খর্ণিয়া বাজারস্থ খান ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী বাবলু খান নিজ এলাকায় সুপ্রভাত নামে একটি সমিতি গড়ে তোলে এবং লোভনীয় অফারে ১ লাখ টাকায় মাসে ১২ শত টাকা মুনাফা দেয়ার নামে রানাই, খর্ণিয়া, শোভনা, বরাতিয়া সহ বিভিন্ন এলাকা থেকে এসডিপিএসের নামে শতাধিক নারী-পুরুষের নিকট থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত রানাই এলাকার আবু সাঈদ পাড় জানান, তার নিকট থেকে ৬ লাখ ৭৫ হাজার টাকা, এক‌ই এলাকার জিয়াউর রহমান মোড়লের কাছ ৫ লাখ টাকা, মাহমুদ মোড়লের নিকট থেকে ১০ লাখ টাকা, হাবিবুর রহমানের কাছ থেকে ৮ লাখ টাকা, মরিয়ম বেগমের কাছ থেকে ১ লাখ টাকা, খর্ণিয়ার মফিজ শেখের নিকট থেকে ২ লাখ, আবুল বাসার শেখের কাছ থেকে দেড় লাখ টাকা সহ শতাধিক গ্রাহকের হাতে ডকুমেন্ট হিসেবে পাশ ব‌ই ধরিয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। ক্ষতিগ্রস্তরা আরও বলেন, সোমবার সকালে বাজারে গিয়ে দেখি সমিতির অফিস ও তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে এরপর তার মোবাইল ফোন বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানতে পারি সে উধাও। আমাদের পরিশ্রমের সর্বস্ব তার কাছে জমা রেখেছিলাম। এখন দেখছি পথে বসা ছাড়া আমাদের আর কোন উপায় নেই। এমনটি বলে হা হুতাশ করতে থাকে তারা। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET