৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • ডুমুরিয়ার দীর্ঘ ৫০ বছর ধরে ব্যবহৃত রাস্তা বন্ধ করে রোস্তমপুর পূর্বপাড়া জামে মসজিদের সীমানা প্রাচীর দেওয়ার চেষ্টা, ১২টি পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা।




ডুমুরিয়ার দীর্ঘ ৫০ বছর ধরে ব্যবহৃত রাস্তা বন্ধ করে রোস্তমপুর পূর্বপাড়া জামে মসজিদের সীমানা প্রাচীর দেওয়ার চেষ্টা, ১২টি পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা।

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৬ ২০২৪, ২২:০৫ | 666 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর পূর্বপাড়া জামে মসজিদের সীমানা প্রাচীর দিতে গিয়ে ১২টি পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় উক্ত পরিবার গুলো চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। যদি তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তাদের গৃহবন্দী হয়ে থাকতে হবে। মুসল্লীরা মসজিদে নামাজ আদায় করতে যেতে পারবে না। মূলতও একটি মহল প্রতিহিংসার বশবর্তী হয়েই পরিবার গুলোকে কৌশলে গৃহবন্দী করে রাখার চেষ্টা করছে। পূর্বপাড়ায় বসবাসকারী মোঃ ইসলাম উদ্দিন গাজী, মো মোসলেম উদ্দিন গাজী, মোঃ মোক্তার গাজী, মোরফিকুল ইসলাম গাজী, নজরুল গাজী, মোঃ কামরুল গাজী, জিএম ইমরান হোসেন, মোঃ তাজমুল ইসলাম, মোঃ রিপন গাজী, এনামুল গাজী, শিমুল মোড়ল, মাসুদ মোড়ল জানায়, দীর্ঘ ৫০বছরে ধরে আমাদের পূর্বপুরুষগন মসজিদের পাশের রাস্তা দিয়ে চলাচল করে আসছে। মুসল্লীরা মসজিদে নামাজ আদায় করে আসছে। কিন্তু বর্তমান মসজিদ কমিটির কতিপয় ব্যক্তির সাথে আমাদের মনোমালিন্য থাকায় তারা প্রতিহিংসা পরায়ন হয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, হাফিজুর রহমান গোলদার, শেখ মনিরুল ইসলামের যোগসাজশে রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তাদের দাবি আমরা মসজিদের সীমানা প্রাচীরের বিপক্ষে নই, কারণ মসজিদ তৈরি করার জন্য আমরা সকলে জমি দিয়েছি। যাতে নিজেদের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের মসজিদে যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে উত্তর পাশ বরাবর যদি মাত্র ৩হাত জায়গা রেখে সীমানা প্রাচীর দেওয়া হয়, তাহলে পরিবার গুলো রাস্তা চলাচল করতে পারবে। এতে কোন ক্ষতিও হবে না। যদি রাস্তা দেওয়া না হয়, তাহলে তাদের গৃহবন্দী হয়ে থাকতে হবে। মসজিদে গিয়ে নামাজ আদায় করাও বন্ধ হয়ে যাবে।
এব্যাপারে সাবেক ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম বলেন, আমরা মসজিদের জায়গায় সীমানা প্রাচীর দিচ্ছি। তাতে কার রাস্তা বন্ধ হলো, সেটা দেখার বিষয় না।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET