বেসরকারী উন্নয়ন সংস্থা দলিত উদ্যোগে ডুমুরিয়া উপজেলায় ১২টি ইউনিয়নে পিএএসিআরএমডিসি প্রকল্পের আওতায় যুবক-যুবতী ও সম্প্রদায়ের নেতাদেরকে বিভিন্ন পরিসেবার সাথে সংযোগ স্থাপনে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদার করতে ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়ন(ইউ) এর অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রঘুনাথপুর দলিত যুব ঐক্য পরিষদের সভাপতি দেবকি দাস।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারমান মনোজিত বালা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলিত সংস্থার হেড অপ প্রোগ্রাম বিকাশ কুমার দাস ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।