১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




তাড়াশে তিন সপ্তাহে কৃষকের ২৪টি সেচের শ্যালো মেশিন চুরি হয়েছে

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২৫, ২৩:২৫ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল থেকে গত তিন সপ্তাহে প্রায় ২৪টি সেচের শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এমতাবস্থায় সেচ ব্যবস্থা নিয়ে চরম উদ্বিগ্ন ও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সর্বশেষ মঙ্গলবার(৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ওয়াসিন গ্রামের ফসলের মাঠ থেকে একসাথে ৮টি শ্যালো চুরির ঘটনা ঘটেছে। উক্ত মাঠের কৃষকরা জানান, বুধবার সকালে কৃষক রফিকুল মন্ডল তার জমিতে পানি সেচ দিতে এসে দেখে তার বসানো একটি শ্যালো মেশিন নেই। পরে তিনি আশপাশে বিভিন্ন স্থানে খোঁজ করেন। এসময় একই গ্রামের কৃষক জামাল উদ্দিন, কাউসার হোসেন, খালেদ আলী, জাহিদুল ইসলাম, নুর ইসলাম, আলাউদ্দিন, ও নাজমুল হক সহ বিভিন্ন কৃষকের ৮টি শ্যালো মেশিন চুরি হয়েছে। পরে কৃষকরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। তাদের ধারণা চোরচক্র সংঘবদ্ধ ভাবে শ্যালো মেশিনগুলো চুরি করে নিয়ে গেছে। এছাড়াও গত কয়েকদিনে উপজেলার হামকুড়িয়া, মাগুরা বিনোদন সহ বিভিন্ন মাঠে প্রায় ১৬টি শ্যালো ইঞ্জিন চুরির খবর পাওয়া গেছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আসলাম হোসেন জানান, এ বিষয়ে আমরা মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্তে কাজ শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET