সিরাজগঞ্জের তাড়াশে বোরো মৌসুম শুরু হতে না হতেই কৃষকের জমিতে সেচ দেওয়ার ডিজেল চালিত ৪টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। গতকাল (২২ ডিসেম্বর) রাতে উপজেলার হামকুড়িয়া গ্রামে ও গাওকামড়া এলাকা থেকে একই রাতে কৃষকের অন্তত ৪টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। এ ঘটনায় এলাকার অন্য শ্যালো মেশিন মালিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কৃষকরা জমিতে শতাধিক মেশিন রেখে নির্বিঘ্নে সেচকাজ চালিয়ে আসছিলেন। কখনও পাহারা দেওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু হঠাৎ করেই গতকাল রবিবার রাতে সেলিম জাহাঙ্গীর, জমিন উদ্দিন, আশরাফ ও সাইফুল ইসলামের মেশিন চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। ভুক্তভোগীরা বলেন, ৪টি শ্যালো প্রজেক্টের আওতায় প্রায় ১৫ একর জমির ফসলের সেচ দেয়া হতো, এখন শ্যালো চুরি হওয়ায় ফসলে সেচের অনিশ্চয়তায় মধ্যে পরে গেলাম।
কৃষকদের ধারণা, চোরেরা মেশিনগুলো খুলে নিয়ে মহাসড়কের পাশে একটি ভুট্টা খেতে জড়ো করে এবং পরে ট্রাকযোগে সেগুলো নিয়ে পালিয়ে যায়
এ বিষয়ে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, উক্ত বিষয়ে থানায় কোন চুরির মামলা বা সাধারণ ডায়েরি হয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি সবাইকে একটু সচেতন থাকতে বলেছেন পাশাপাশি উপজেলার যে কোনো জায়গায় সন্দেহ ভাজন ব্যক্তিদয়ের ঘোরাঘুরি বা আইন পরিপন্থী কাজ করা নজরে আসলে তাৎক্ষণিক থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
Please follow and like us: