১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




তাড়াশে বোরো মৌসুমের শুরুতেই এক রাতে কৃষকের ৪ টি সেচের শ্যালো চুরি

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২৪, ২১:১৩ | 628 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে বোরো মৌসুম শুরু হতে না হতেই কৃষকের জমিতে সেচ দেওয়ার ডিজেল চালিত ৪টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। গতকাল (২২ ডিসেম্বর) রাতে উপজেলার হামকুড়িয়া গ্রামে ও গাওকামড়া এলাকা থেকে একই রাতে কৃষকের অন্তত ৪টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। এ ঘটনায় এলাকার অন্য শ্যালো মেশিন মালিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কৃষকরা জমিতে শতাধিক মেশিন রেখে নির্বিঘ্নে সেচকাজ চালিয়ে আসছিলেন। কখনও পাহারা দেওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু হঠাৎ করেই গতকাল রবিবার রাতে সেলিম জাহাঙ্গীর, জমিন উদ্দিন, আশরাফ ও সাইফুল ইসলামের মেশিন চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। ভুক্তভোগীরা বলেন, ৪টি শ্যালো প্রজেক্টের আওতায় প্রায় ১৫ একর জমির ফসলের সেচ দেয়া হতো, এখন শ্যালো চুরি হওয়ায় ফসলে সেচের অনিশ্চয়তায় মধ্যে পরে গেলাম।
কৃষকদের ধারণা, চোরেরা মেশিনগুলো খুলে নিয়ে মহাসড়কের পাশে একটি ভুট্টা খেতে জড়ো করে এবং পরে ট্রাকযোগে সেগুলো নিয়ে পালিয়ে যায়
এ বিষয়ে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, উক্ত বিষয়ে থানায় কোন চুরির মামলা বা সাধারণ ডায়েরি হয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি সবাইকে একটু সচেতন থাকতে বলেছেন পাশাপাশি উপজেলার যে কোনো জায়গায় সন্দেহ ভাজন ব্যক্তিদয়ের ঘোরাঘুরি বা আইন পরিপন্থী কাজ করা নজরে আসলে তাৎক্ষণিক থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET