সিরাজগঞ্জের তাড়াশে আফসার আলী (৬৫) নামের এক কৃষক হিটস্ট্রোকে মারা গেছেন। সে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃতঃ মাহাম আলীর ছেলে। স্থানীয় সংবাদকর্মী মোঃ আব্দুস সালাম বিষয়টি গণ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, দেশের উপর দিয়ে বয়ে চলা তীব্র তাপদাহে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এ উপজেলায় গড় তাপমাত্রা ছিলো ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এ দিকে আগাম জাতের বোরোধান কাটা শুরু হয়ে যাওয়ায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মানতে পারছে না কৃষক। যার ফলে তারা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে মাঠে পাকা ধান কাটতে এবং অন্যান্য ফসলের পরিচর্যার করতে গিয়ে ঘটছে মারাত্মক অসুস্থতা সহ স্টোকে প্রানঘাতির মতো ঘটনা।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৭ টার দিকে কৃষক আফসার আলী মাঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে সে হিটস্টোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।
Please follow and like us: