২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




তানোরে আলু গাছে পচন দিশেহারা চাষিরা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২৫, ১৯:৪৯ | 625 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর তানোরে আলুর ভরাখেতে আলু গাছে পচন রোগ দেখা দেয়া দিয়েছে। শেষ মুহুর্তে আলু গাছে পচন রোগের প্রাদুর্ভাবে দিশেহারা হয়ে পড়েছে আলু চাষিরা।আলু চাষিদের অভিযোগ, তারা সিংহভাহ সময় মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কৃষি পরামর্শ পাচ্ছেন না।এতে  বাধ্য হয়ে তারা কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শে অনুমান নির্ভর হয়ে উচ্চ মুল্যের কীটনাশক ব্যবহার করছেন। কিন্ত্ত আশাব্যঞ্জক ফল পাচ্ছেন না।ফলে আলু উৎপাদনে ফলন হ্রাসের আশঙ্কার তারা শঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয় আলু চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে,উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর বাঘাপুকুর, নারায়নপুর, লসিরামপুর,পাঁচন্দর ইউপির যশপুর, চিমনা, গুড়ইল,তানোর পৌর এলাকার সিন্দুকাই,গোকুলসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ আলুখেতে পচন রোগ দেখা দিয়েছে।
উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আলু চাষি শরিফ উদ্দিনের ৭ বিঘা, গৌউরের ৩ বিঘা, শাহাদাতের ২৮ কাঠা জমিতে পচন রোগ ধরেছে। কিন্তু তারা মাঠ পর্যায়ে কোন কৃষি কর্মকর্তাদের পরামর্শ পাচ্ছেন না।
তারা বলেন, তাদের মাঠে প্রায় দুইশ’ বিঘা জমির আলুগাছে পচন রোগ দেখা দিয়েছে। রোগে আলুগাছ মরে যাচ্ছে। এতে ফলনহানির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। অথচ কৃষি বিভাগ নির্বিকার রয়েছে। কামারগাঁ মাঠের আলু চাষি শরিফ উদ্দিন বলেন, এবার তিনি ৭ বিঘা জমিতে আলু চাষ করেছেন। পচন রোগে ইতিমধ্যে তার আলু খেতের সিংহভাগ গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে।
এসব বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, তার জানা মতে কোথাও আলু গাছে পচন রোগ ধরেনি। আলুর গাছ ভালো অবস্থায় আছে, আলুগাছে পচন রোগ দেখা দিলে কৃষকরা যদি তাদের কাছে পরামর্শ নিতে না আসে তাহলে তো তাদের করণীয় কিছু নাই।তিনি বলেন,এবারে আলুর চাষের লক্ষমাত্রা ছিল ১৩ হাজার ১১৫ হেক্টর। কিন্তু আলু চাষ হয়েছে ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষমাত্রা ৪ লাখ ২৮ হাজার ৩২০ মেট্রিক টন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET