
মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি-
গতকাল বৃহস্পতিবার সকালে তালা উপজেলার বি,দে সরকারী (পুরাতন) হাইস্কুল মাঠে তালার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান আল-আমীন একাডেমীর বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
একাডেমীর সভাপতি আলহাজ্জ্ব ডাঃ মাহমুদুল হকের সভাপতিত্বে খেলার উদ্ধোধন করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের উপজেলা সভাপতি সরদার জাকির হোসেন। শিক্ষক ও সাংবাদিক নুর ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,আপ্তাব উদ্দীন,কামরুল ইসলাম,নরিম হোসেন,আব্দুল্লাহ আল মামুন,তরিকুল ইসলাম, রেজাউল ইসলাম,আব্দুল জলিল,আব্দুল সবুর,তোয়াহিরা খানম, আল-আমীন, অভিভাবক ডাঃ কবীর হোসেন.সরদার আমজাদ হোসেন, রিয়াজুল ইসলাম,প্রভাষক ওবায়দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।