আজকের ফলদ ও কাঠের বৃক্ষরোপণ কর্মসূচী আগামী প্রজন্মের খাদ্য এবং
শ্বাশনালীর ঔষধ কারখানা প্রতিষ্ঠা করার একটি মাইল ফলক। বৃক্ষনিধন শেষে বৃক্ষ রে আবাদ না করায় এবং কল-কারখানার বর্জ্যসহ নানা জ্বালানীর ধোঁয়া ও গ্যাসের প্রভাবে বিশ্বের জীব-বৈচিত্র হুমকীর মুখে। আজ বিশ্বের পরিবেশ ভারসাম্য হারিয়ে যাওয়া, নিজ দেশের ছয় ঋতু (গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত) পূণর্জীবনদানে বৃক্ষ রোপনের বিকল্প নেই।
শনিবার বিকেল ৫টায় উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আজগর হোসেন (মাষ্টার) সরকারবাড়ি সড়কের পাশ সহ গ্রামের দূর্গম এলাকাকে সবুজ বনায়নের মাধ্যমে ‘অক্সিজেন উৎপাদনে’ সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধনকালে বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে বয়েজ এন্ড গালর্স কমিউনিটি’র সভাপতি মোঃ রুবেল আহমেদ’র সভাপতিত্বে এবং মোঃ আসাদুজ্জামান সরকার’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার ব্যবসায়ি মো. লুৎফর রহমান বাবুল,সমাজসেবক মোঃ ছিদ্দিকুর রহমান আমিন, মোঃ গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া।
বক্তারা আরো বলেন, দেবীদ্বার বয়েজ এন্ড গালর্স কমিউনিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিটি অত্যান্ত প্রশংসনীয়। এখন বর্ষাকাল বৃক্ষরোপণের সঠিক সময়। আমাদের সকলের উচিত কমপক্ষে দুটি করে বৃক্ষ রোপন করা।
সম্প্রতি সময়ে বয়েজ এন্ড গার্লস কমিউনিটি কর্তৃক পথচারীদের মাঝে মাক্স বিতরন, অসহায় পথশিশুদের জন্য আলোর পাঠশালা নামে ভ্রাম্যমান স্কুল চালু করা সহ আজকের বৃক্ষরোপণ কর্মসূচি প্রশংসার দাবিদার। পরে অতিথিরা বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।