বরিশাল প্রতিনিধিঃ
দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দৈনিক যুগান্তর ১৯ বছরে পর্দাপন উপলক্ষে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে উপজেলা সদরের প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রা শেষে প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা স্বজন সমাবেশের সভাপতি লিটন বিশ্বাসের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সরদার হারুন রানা, প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, সহ-সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, সাধারন সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো.সাইফুল ইসলাম, ও যুগ্ন-সম্পাদক ওমর আলী সানী। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুল ইসলাম, জয় রায়, মোঃ মনিরুজ্জামান মনির, স্বপন দাস, বরুন বাড়ৈ, মারুফ মোল্লা, নাজমুল রিপন, পলাশ দত্ত, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবদুল্লাহ লিটনসহ প্রমুখ।